ফাগুন তোমায় মনে পড়ে
হাজার স্মৃতি নিয়ে,
দুঃখ, কষ্ট, বেদনায়
রক্ত ঝরে তোমার পায়ে।
ফুটে ছিলো কত ফুল!
গাঁদা, পলাশ, শিমুল।
রক্তে রাঙালে তুমি
হাজার বীরের কপুল।
কোকিল ডাকে কুহু-কুহু
নিজের ভাষা দিয়ে,
বাঙালিরা উৎফুল্ল
রাষ্ট্রভাষা বাংলাকে পেয়ে।
আজ আমরা গর্বিত
মায়ের ভাষা নিয়ে,
জানাই তোমায় স্বাগতম
বসন্তের এই দিনে।
নয়তো শুধুই ভাষার মাসে
সেই সম্মান আসুক মন থেকে।
যার জন্য বরকত, সালাম,
প্রাণটা দিলো সাহসে ভরা বুকটা পেতে।
এবার মোদের দায়িত্ব রক্তের সম্মান রক্ষার
প্রাণের বাংলা ভাষাকে মনে-প্রাণে ধারণ করার।
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
- মাহবুবা মিতুhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%81/বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
- মাহবুবা মিতুhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%81/বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
- মাহবুবা মিতুhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%81/রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- মাহবুবা মিতুhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%81/বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫