এপ্রিল ২৭, ২০২৫

বসন্ত-বৃষ্টি

চারিদিকে বসন্তের কেমন যেন স্নিগ্ধ  সুভাস

বাতাস যেন দোলিত হচ্ছে প্রেমের সেই সুভাসে

বেলকনির কিনারায় বয়ে যাওয়া দখিণা হাওয়া

আলতো স্পর্শের সহিত যেন জানান দেয়,

হ্যাঁ,বসন্ত সত্যি এসে গেছে।

তবে কি জানো, এখন আর আগের মত

কোকিলের কুহু কুহু ডাকে ব্যাকুলতা ভর করে না,

তোমাকে একটুখানি দেখার নিমিত্তে।

সূর্যাস্তগুলোও কেমন যেন ফ্যাকাশে লাগে ইদানিং।

নিজেকে কেমন যেন গুটিয়ে রাখার মধ্যেই আনন্দ খুঁজে পাই।

যদি বসন্ত না চাই,তবে আমি কি চাই??

স্তব্ধতার শামিয়ানায় আচ্ছাদিত স্থির মস্তিষ্কখানি,

আমি কি চাই? আমি চাই…….

বসন্তের এই চিরচেনা আকাশ ভেঙে নেমে আসুক

বিষণ্ণতায় মাখায়িত আচমকা এক বসন্ত-বৃষ্টি।

আমি চাই ভিজতে, একটুখানি ভিজতে,

যেন নিমিষেই উচ্ছেদ করে আমার বিষণ্ণতার পাহাড়খানি।

যেন একটুখানি শীতল করে আমার,

মস্তিষ্কের উত্তাল স্নায়ুযুদ্ধগুলি।

নিয়ম লঙিত এই বসন্ত-বারিধারা যে আমার ভীষণ প্রয়োজন।

হয়ত  প্রেমের তমসে শ্রী সঞ্চারনে অথবা,

একটুখানি বাচার প্রবল আকিঞ্চনে।