এপ্রিল ২৭, ২০২৫

রমাদান

শরীর বলে, ক্লান্ত তুই
চোখ বলে যে, ঘুম দে,
মন যে আমার আটকে আছে
রমাদানের চাঁদে।

আমার এখন ভালো লাগে
সেহেরিতে জাগতে,
ফজর হলে মহল্লাতে
মুসল্লিদের ডাকতে!

সাঁঝের বেলা মিলন মেলা
মুসলমানের ঘরে রে,
সবাই মিলে দোয়া করে
দু’হাত তুলে ইফতারে!

মুসলিম মোরা আছি যারা
ছুটি সব মসজিদে,
ক্লান্তিসব মুছে দিতে
পরে রই সিজদাতে!

কোরআনের ঐ আয়াতগুলো
যেনই আমার জন্য,
মুসলিম হয়ে ধন্য আমি
রমাদানে ধন্য!

মোঃ আব্বাস উদ্দিন
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়