এপ্রিল ২৭, ২০২৫

শুনতে পাও?

শুনতে পাও, আবু সাঈদের বোনের আহাজারি?
চারপাশে শুধু হতাহত, সংঘর্ষ আর মারামারি।
শাসকেরা অতিক্রম করেছে শোষণের মাত্রা,
তাইতো আমরা ডেকেছি আজ দ্রোহযাত্রা।
প্রশ্ন করছো, আমায়
এর শেষ কোথায়?
আমি বলি, বিজয়ের নিশানা পাব যেথায়।

শুনতে পাও, আবু সাঈদের বোনের আর্তনাদ?
তাহলে কেন করছো না প্রতিবাদ?
যে, যেভাবে পারো
সে, সেভাবেই নেমে পড়ো।
কণ্ঠ তোলো লেখায়
ফুঁসে ওঠো ছবি আঁকায়
হ্যাঁ, আমি বলছি তোমায়

শুনতে পাও, আবু সাঈদের বোনের আত্মচিৎকার?
তাহলে গর্জে ওঠো আরেকবার।
যদি না যেতে পারো আন্দোলনে,
তবে প্রতিবাদ জানাও সমর্থনে।
তারা বলছে, দফা-দাবি এগুলো শেষ কবে?
আমি বলি, আমার ভাইয়ের বিচার দাও, তবে
ততদিন পর্যন্ত লড়াই হবে!

0803 Writer s photo
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল