জুলাই ১০, ২০২৫

কত কাল পরে

কত কাল পরে দেখিলাম তারে, কালো শাড়ির আঁচলে;
যেন পাখির নীড়ে বসে এক পাখি, বৃক্ষের আঁখি আঁকে।
আমি তৃষ্ণার্ত লোচনে দেখি, মুক্তার গলায় মুক্তা ঝুলে
যে গলার গড়নে সর্পও মন্ত্র মানে; পূজা দেয় তাকে।
বাংলায় ‘রেড ম্যাপেল’ খুঁজে পাই, তাহার ওষ্ঠ জুড়ে;
বাংলার আর কোথাও নাই, ক্লান্ত এই বাংলা ঘুরে।

চোখ তার শীতের সকাল; কুয়াশার মাঝে অতিথির ঝাঁক!
স্নানের পর কেশ তার, বর্ষার ঘন কালো মেঘ
যে মেঘের বর্ষণে মম প্রেম জাগে; ডাকে কুকিলের ডাক।
কানেতে তার ঘাস ফুল দুলে; ঘাসেরা চেয়ে দেখ!
নাক নয় তির যেন, যে তির বিঁধে মোর নয়নের মাঝে;
যতবার দেখি তারে, এ হৃদয় সাজে ঋতু রাজে।

কালো চুড়ি পরে যদি কভু ডাকে, দুপুর- সন্ধ্যা কিংবা ভোরে
ছুটে যাবো আমি দুদন্ড সুখ পেতে, জীবনের সব সুখ ছেড়ে।

মোঃ আব্বাস উদ্দিন
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp