জুলাই ১০, ২০২৫

নীল-স্বপ্ন

সে যে চেয়ে আছে মোর চক্ষু পানে,
নীলজল দিগন্তে স্বপ্ন ডাকে।
আমি হাতটি বাড়াই, তাকে ছুঁইবো বলে
সে যে সীমাহীন, সে যে বিশাল,
সে তো আমার সাধ্যের বাহিরে।

আমি ঝিনুক কুড়াবো, শঙ্খ কুড়াবো,
কুড়াবো হাজারো স্মৃতি; সময়ের অস্তাচলে।
চোখখানা বন্ধ করে, ঢেউয়ের অপেক্ষায় দাঁড়িয়ে;
সে আসবে, স্পর্শ করবে আমার খালি পা’য়।
আমি বালির আদলে বাঁধবো দুচালা ঘর
সে বালি আমি মাখবো সারা গা’য়।

বেলাশেষে অস্তমিত সূর্যের সম্মুখে দাঁড়িয়ে,
প্রসারিত দু’হাতে সমুদ্রকে আলিঙ্গন করে-
অনুভবে অনুস্বারে আমি বলবো সেদিন
আমার নীল স্বপ্ন আজ আমার বড্ড কাছে।

0111 মাহবুবা মিতু new writer
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp