প্যাপাইরাস | The Papyrus
পরিসংখ্যান বিভাগ
কাজী মোতাহার হোসেন ভবন (চতুর্থ তলা)
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা – ১০০০
আমাদের সাথে যোগাযোগের ফর্ম
আমাদেরকে লেখা পাঠাবেন কিভাবে ?
ইমেইল করে
আমরা চেষ্টা করি দ্রুত উত্তর দেবার, কিন্তু মাঝে মাঝে আমাদের পিওন ঘুমিয়ে থাকায় আমাদের একটু দেরি হয়ে যায়।
ফেসবুকে মেসেজ করে
আমরা আপনার লেখা পড়ার জন্যই ফেসবুক খুলি, কিন্তু কার জানি ভিডিও দেখতে দেখতে ভুলে যাই।
ক্লাসের শেষে চিরকুট দিয়ে
প্যাপাইরাস প্রতিনিধি আছে আপনার আশেপাশেই। তো ক্লাসের শেষে দিয়ে দিন চিরকুট। ঘুরতে ঘুরতে ঠিকই আমাদের হাতে এসে পৌঁছাবে।