ইতিহাস, সাহিত্য, শিল্পকলা প্রতিটা আন্দোলনেরই অকাট্য দলিল রূপে বিবেচিত হয়। ছাত্র আন্দোলন যতবারই হয়েছে ইতিহাসে নতুন অধ্যায় সংযোজিত হয়েছে। আমরা সকলেই অবগত আছি, ২০২৪-এর কোটা সংস্কার আন্দোলন, বাংলাদেশের সকল গ্রেডের সরকারি চাকরিতে প্রচলিত কোটাভিত্তিক নিয়োগ ব্যবস্থা সংস্কারের দাবিতে সংগঠিত আন্দোলন। এই অহিংস আন্দোলন রূপ নেয় সহিংসতায়। এতে শহীদ হয়েছে আমাদের দুই শতাধিকেরও বেশি ভাইবোন। পুলিশ সাতশোর বেশি মামলায় দশ হাজারের অধিক মানুষকে গ্রেপ্তার করেছে।
তাই এবারের রক্তে রঞ্জিত ছাত্র আন্দোলনকে ইতিহাসের পাতায় তুলে ধরার জন্য প্যপাইরাস আপনাদের লেখার মাধ্যমে এই কালো অধ্যায়কে তুলে ধরেছে। এই মাসের পত্রিকার গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে "রক্তাক্ত চিঠি"। যে অংশে থাকবে জুলাই- ২০২৪ এর কালো অধ্যায়ের অভিজ্ঞতা, আলোচনা কিংবা এই রক্তিম জুলাইকে নিয়ে লেখা কোনো চিঠি, গল্প বা কবিতা।