fbpx

প্রেয়সী আমার

প্রেয়সী আমার,
বহু ক্রোশ দূর হতে
ডাকছো কী আমায় তুমি
চিরচেনা সেই সুরে।

নিরুপমা,
ঐ দিগন্তের সীমানা ছাড়িয়ে
খুঁজে ফিরছো কি তুমি আমায়
সবুজের শিশির সিক্ত সেই প্রিয় পথ ধরে?

শ্রাবন্তী আমার,
রুপালী নক্ষত্র ভরা রাতে
আমারই আশায় শুধু
অপলক চেয়ে থাকো কী তুমি
ঐ তারারই পানে।

বনলতা,
মনে পড়ে কী, তোমার আমার
প্রেমের প্রথম প্রহর
সময়ের আবর্তনে কতো অচেনা তুমি
আজ শুধু দীর্ঘশ্বাস আর বুক ভরা কষ্ট।

সুরঞ্জনা,
গ্রীষ্মের সেই ক্লান্ত দুপুরে,
আজও কী অশ্রু ভেজাও তুমি
নিঃসঙ্গ, নীরবে
অন্তবিহীন ভালবাসার বিবর্ণ বিরহে?

মোনালিসা,
জানিনা তোমার স্বপ্ননীড়ে,
কোন গাংচিল ঐ উড়ে বেড়ায়
এখনও প্রতীক্ষায় আছি
ভালবাসার অঞ্জলি দিয়ে বরণ করবো তোমায়।

মো: নাসির উদ্দীন

সেশন: ২০০২-২০০৩