fbpx

অক্টোবর ১৬, ২০২৪

কথা দিলাম

কথা দিলাম শ্রাবণের বৃষ্টি ঝরা দুপুরে,
তুমি- আমি একসাথে থাকবো
বেলা- অবেলার লীলাচরে ।
অনন্ত ভালবাসার পরশে
তোমার অনাবিল আকাঙ্ক্ষাকে
মিথ্যে হতে দেবো না ।

সামনের ধূসর বৃষ্টির প্রাঙ্গনে
ছুটে বেড়ায় তোমার আমার ভবিষ্যত ।
তোমার দুটি হাত এ- বুকে রাখ,
দেখবে, শুধু তুমি নিঃশ্বাসে
আজ ফিরবো না ঘরে
দিগ্বিজয়ের নেশায় ।
এসো দিঘীর পাড়ে বসি কিছুক্ষণ
তুমি- আমি আর প্রকৃতির
ঝিরিঝিরি বৃষ্টির দল ।