fbpx
বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

বর্ষার স্বপ্ন

মরু ঝড় শেষে আবার দেখা
আগে যা ছিলাম, তাই আছি;
অনেক মূর্খ
                       আর সেই একা।

খরতাপের দিন তো
কবেই শেষ,
বর্ষা এসে লাগছে বেশ ।
“সেঁজুতি”,
তুমিও ফিরে এসো প্রাণ খুলে
জীর্ণতা যা ছিল পৃথিবীর বুকে,
বর্ষার ছোঁয়া লেগে
                        সেগুলোও গেছে চলে ।

এ নতুন জীবন বর্ষার আগমনে
যা শেষ হয়েছিলো গত ফাগুনে ।
ধূ ধূ বালির ঝড় শেষ
বেপরোয়া তাই
আষাঢ়- শ্রাবণে ।
ঘাসগুলো সব হয়েছে সবুজ
ধুয়ে গেছে সব ধুলো,
মেঘের গর্জন ও শেষ হয়েছে
এসেছে গোধূলীর আলো ।কদমগুচ্ছ হাতে নিয়ে
আজও তোমার অপেক্ষায়,
সে কি “সেঁজুতি”,
কাঁদছো তুমি!
আমার তো মনে হয়,
বর্ষা এসেছে তোমারই হাত ধরে,
বৃষ্টি তো তা-ই
যেটা তোমার চোখে ঝরে।