তুই কি জানিস আমি তোকে চাই?
প্রভাতীর সেই লাল রং এ,
ঘুম ভাঙানিয়া পাখির কলোরবে…
তুই কি জানিস আমি তোকে চাই?
সকালের আধো ঘুম ঘুম চোখে,
মোবাইলে ভেসে উঠা ছবিতে..
তুই কি জানিস আমি তোকে চাই?
ক্লাস টাইম পার হয়ে যাচ্ছে,
তবুও আমার অপেক্ষায় দন্ডায়মান মূর্তিরূপে…
তুই কি জানিস আমি তোকে চাই?
ক্লাস চলাকালীন আড় চোখে লুকোচুরি,
হঠাৎ চোখাচোখিতে ভয়-লজ্জার করুণ চাহনিতে
তুই কি জানিস আমি তোকে চাই?
তপ্ত দুপুরে ঘেমে আমি ক্লান্ত,
তবুও তোর অবুঝ সব আবদারে..
তুই কি জানিস আমি তোকে চাই?
প্রচন্ড ক্ষুধায় সবাই যখন অস্থির,
তখন আমার সামনে বসে তোর ক্ষুধা নিবারণের সে দৃশ্যে
তুই কি জানিস আমি তোকে চাই?
পড়ন্ত বিকেল… একটু ঘুরতে বের হয়েছি,
করিম মামার আচার খাওয়া সেই ঝাল-টক রূপে…
তুই কি জানিস আমি তোকে চাই?
সূর্য গড়িয়ে নিচে পড়ছে,
গোধুলীর সেই শেষ রং এ..
তুই কি জানিস আমি তোকে চাই?
নিস্তব্ধ রাত.. আকাশে পূর্ণিমা চাঁদ,
চারদিকে থই থই করা সেই আলোয়..
তুই কি জানিস আমি তোকে চাই?
তোর ভালবাসার ভঙ্গিতে,
তোর কথা বলার ভঙ্গিতে, আমার গুন গুন করে গাওয়া সঙ্গীতে..
তুই কি জানিস আমি তোকে চাই?
যখন প্রচন্ড ভালবাসায় আচ্ছন্ন এমন,
ঠিক তখনই…
দেবী রূপে আমার মনের মন্দিরে.
- জাহিদ আহমেদhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6/বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২০