fbpx

অক্টোবর ১৬, ২০২৪

বিষণ্ণতাবিলাস

illustration 1 01 02

মধ্যদুপুরের ধূ-ধূ শূন্য পিচঢালা রাস্তায়

যে বিষণ্ণতা বিরাজ করে সে বিষণ্ণতার সুর

হঠাতই আমার অনুভূতিতে মিশে যায়,

আমি হারিয়ে যাই অতল অন্ধকারে।

সূর্য হারানো মেঘ-থমথমে বিকেলের

রুক্ষ শীতল হাওয়া যেন দুঃখবিলাস

কোন অন্ধকার অস্তিত্বের চিৎকার,

আমার শরীরে বিষণ্ণতার কাঁপন ধরায়।

মধ্যরাতের চাঁদের রূপালি আলোর ধারা,

ভোররাতের নীলচে তারার মায়া

তাদের মায়া হারিয়ে আমার দেহে

নিদারুণ বিষণ্ণতা হয়ে আছড়ে পড়ে।

বিষণ্ণতায় ক্লান্ত আর অবশ হয় এ অনুভূতি

সময় আর বাস্তবতা হারায়

দ্বিধায় খুঁজে ফেরে উষ্ণতা আর আলো

আরো ক্লান্ত, অবসাদগ্রস্ত হয় ফিরে আসে চেনা অন্ধকারে।