fbpx

অক্টোবর ১৬, ২০২৪

ভালবাসা রয়ে যাক অমলিন

কুয়াশা চাদরে হেমন্ত রাত ঢাকা,
মরা জ্যোৎস্নায়বড়ো ম্রিয়মাণ চাঁদ,
নিশিজাগা পাখি ঘুমোবে না বুঝি আজ
কবিতা ছুঁয়েছে বিষণ্ণতার হাত।

শিউলি বিছানো পথটা হারালো কবে?
অথবা হয়তো হারিয়ে গিয়েছি আমিই –
শুকনো পাতার ঝরে যাওয়া অভিমান
কারো জানা নেই, জানেন অন্তর্যামী।

আঁধার কাটুক, ফুটুক ভোরের আলো,
কুয়াশা সরিয়ে ঝলমলে হোক দিন
ঝরা পাতা হোক মর্মরে মুখরিত
প্রিয় ভালোবাসা রয়ে যাক অমলিন।

profile pic

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ১৯৯২ - ১৯৯৩