fbpx

ঝরা পাতার গান

মনের ঘরে কড়া নাড়ে কোন্ মায়া!
জানলা খুলে খুঁজি আমি তার ছায়া।

কবে কোথায় দেখেছি, তা নেই মনে
দেখেছে কি আমায় কভু সেই জনে!

দেখেছিলাম সঙ্গোপনে এক দু’বার
বলেছিলাম মনে মনে বেশুমার
কী বলেছি— সেই কথা আজ নেই মনে
জানতে কভু চায়ওনি যে সেই জনে।

কী আর হবে গল্প খুঁড়ে এই বেলা
ভেঙে গেছে কবে সে রঙিন মেলা!

এখন শুধু ঝরা পাতার গান শুনি
দু’চোখ বুজে তার চরণের তাল গুনি।

পরিচালক | আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

প্রাক্তন শিক্ষার্থী
সেশন: ১৯৯২ - ১৯৯৩
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

দেলোয়ার হোসেন

প্রাক্তন শিক্ষার্থী সেশন: ১৯৯২ - ১৯৯৩ পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়