পরিসংখ্যান বিভাগের শিক্ষকের পিএইচডির উদ্দেশ্যে বিদেশ গমন এবং প্রভাষক হিসেবে নতুন শিক্ষকের যোগদান

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ মোর্শেদুর রহমান পিএইচডি ডিগ্রির উদ্দেশ্যে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সিডনিতে যোগ দিয়েছেন। তিনি উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ্ বিভাগের অধীনে বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে গবেষণা করবেন।

গত ২৮ নভেম্বর ২০১৯ তারিখে পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন আহসান রহমান জামী। তিনি পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের (৬২ তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি ২০১৬ সালে বিএস (সম্মান) এবং ২০১৭ সালে এমএস সম্পন্ন করেন।
কমেন্ট করুন