ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২০ সালের কার্যকরী পরিষদে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ লুৎফর রহমান। শিক্ষক সমিতির সভাপতি আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) হিসেবে যোগদান করায় সমিতির গঠনতন্ত্র মোতাবেক গত ২৭/০৬/২০২০ তারিখে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। এক লিখিত বার্তায় গত ২৯/০৬/২০২০ তারিখে অধ্যাপক মোঃ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন। চলমান কঠিন বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালনে তিনি যেন সমিতির অতীত গৌরবোজ্জ্বল ভূমিকা সমুন্নত রাখতে পারেন সে বিষয়ে অধ্যাপক মোঃ লুৎফর রহমান তাঁর লিখিত বার্তায় সকলের দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২০ সালের কার্যকরী পরিষদে অধ্যাপক মোঃ লুৎফর রহমান নির্বাচিত সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রতিবেদক- মোঃ হুমায়ন কবির