অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক আর আমাদের মাঝে নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক আর আমাদের মাঝে নেই। তিনি গত ২৭শে জানুয়ারি, ২০২১ তারিখ, হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সদা হাস্যোজ্জ্বল এই অধ্যাপকের আকস্মিক চিরবিদায়ে প্যাপাইরাস পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আগামীকাল ২৯ জানুয়ারি, শুক্রবার বাদ আসর জনকল্যাণ মসজিদ, মধ্য মনিপুর, মিরপুর ২ এ (স্যারের বাসার সামনে) প্রয়াত স্যারের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।