fbpx

ভালোবাসা

ভালোবাসা মানে
অপেক্ষা থেকে প্রতীক্ষায় পরিণত,
কিছুটা বেয়াড়া হয়েই
জানালার গ্রিল ধরে দাঁড়ানো।
হ্যাঁ ঠিকই বলেছি,
কেন বেয়াড়া নয় বলো?
জানাই তো এসব কথা,
যতই দাঁড়াই তবু তাকে পাবো না সেথা!

ভালোবাসা মানে
সময়ে অসময়ে অবুঝ হয়ে ওঠা,
জোর করেই একটু সময় চেয়ে বসা।
খানিকটা আত্মাভিমান লুকিয়েই
পথ চেয়ে থাকা,
একটু দেখবে বলে সকাল ফেলে
বিকেলে ফিরে আসা!

ভালোবাসা মানে
একজোড়া ঘুমন্ত নয়নের আড়ালে
দিবানিশি জেগে থাকা একজোড়া ক্লান্ত আঁখি।
সেই অক্ষি-কোণে কখনো অশ্রু জমানো,
কখনো রঙিন স্বপ্নের আভা ছড়ানো,
কখনো আবার আধো ঘুমেই
একটা আবছা প্রতিবিম্বের অবলোকন!

ভালোবাসা মানে
একাই একজোড়া স্বপ্ন বুননের কারিগর
হয়ে ওঠা,
অজানা একটা সত্তাকে খুব আপন করে চেনা ,
অদ্ভুত সব মায়া জড়ানো প্রতীক্ষায়
শত সহস্র স্বপ্নে তোমায় ধারণ করা।
ভালোবাসা মানে
তুমি আসবে বলে ভালোলাগার খেয়ালে ভাসা!

শিক্ষার্থী | ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

দ্বিতীয় বর্ষ

নাহিদা খাতুন

দ্বিতীয় বর্ষ

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়