fbpx

স্বপ্ন জোনাকি

কেন তুমি রক্তকরবী ফোটালে চোখে
নয়নতারা ঠোঁটের বাঁকে!
কেন এমন হেঁয়ালি চুলে বাধনি বেণি
বাঁধলে হিয়া হাসির দামে!

ফোটালে কেন বাগান বিলাস শাড়ীর ভাজে!
রক্তজবা আলতা পায়ে
রুপের মাধবী ফোটালে যেন অলিক অরুপে
সাজিলে যেন পদ্ম-আদলে

যেন তুমি হৃদয় গহিনে ডাকিলে সুরে
বাজালে রাগ জীবনজুড়ে
তুমি যেন বলেছ কথা কোকিল-কুহুতে
ডেকেছো আমায়, প্রেমের বাহুতে

তুমি যেন মহুয়া মালতি সুবাস ছড়ালে চন্দ্রপ্রহরে
জ্যোৎস্না বিলিয়ে আমার দুয়ারে,
যেন কত স্বপ্ন ছড়াতে নীলাভ-সোনালি-রুপক আলোকে
জোনাকি তুমি আমার শিয়রে।

তবে কেন স্নিগ্ধ সুষমায় লজ্জা নিবিড়ে বলনি কথা
করিলে গান, প্রেমে-প্রেমিকা অভিমান
আমি তো কাংগাল আধুলি আনিনি
ভেবে কিনব প্রেম, হৃদয় বেচিয়া, বেচিয়া আমার প্রাণ।

Research Analyst (Geospatial and Statistics) | University of Michigan

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়