স্বপ্ন জোনাকি
কেন তুমি রক্তকরবী ফোটালে চোখে
নয়নতারা ঠোঁটের বাঁকে!
কেন এমন হেঁয়ালি চুলে বাধনি বেণি
বাঁধলে হিয়া হাসির দামে!
ফোটালে কেন বাগান বিলাস শাড়ীর ভাজে!
রক্তজবা আলতা পায়ে
রুপের মাধবী ফোটালে যেন অলিক অরুপে
সাজিলে যেন পদ্ম-আদলে
যেন তুমি হৃদয় গহিনে ডাকিলে সুরে
বাজালে রাগ জীবনজুড়ে
তুমি যেন বলেছ কথা কোকিল-কুহুতে
ডেকেছো আমায়, প্রেমের বাহুতে
তুমি যেন মহুয়া মালতি সুবাস ছড়ালে চন্দ্রপ্রহরে
জ্যোৎস্না বিলিয়ে আমার দুয়ারে,
যেন কত স্বপ্ন ছড়াতে নীলাভ-সোনালি-রুপক আলোকে
জোনাকি তুমি আমার শিয়রে।
তবে কেন স্নিগ্ধ সুষমায় লজ্জা নিবিড়ে বলনি কথা
করিলে গান, প্রেমে-প্রেমিকা অভিমান
আমি তো কাংগাল আধুলি আনিনি
ভেবে কিনব প্রেম, হৃদয় বেচিয়া, বেচিয়া আমার প্রাণ।