ধ্রুপদী ভালোবাসা
একখানি মহাকাব্য ফেলে এসেছি আমি
যমুনার জলে;
আর একখানি মহাকাব্য হাতে নিয়ে দাঁড়িয়ে আছি
তুমি আসবে বলে ।
কমেন্ট করুন
সেশন: ২০০৭ - ২০০৮
একখানি মহাকাব্য ফেলে এসেছি আমি
যমুনার জলে;
আর একখানি মহাকাব্য হাতে নিয়ে দাঁড়িয়ে আছি
তুমি আসবে বলে ।
সেশন: ২০০৭ - ২০০৮