fbpx

বঞ্চনার ইতিহাস

হতাশার চাদরে মোড়া
এই শহরের আবর্জনাস্তূপ থেকে ধেয়ে আসা বাতাসে
ধ্বনিত হয় তোমার পদধ্বনি ।
ব্যর্থ প্রসববেদনার কাতরতায় দূষিত পরিবেশ
নষ্ট করে দেয় সকল স্বপ্ন আর সম্ভাবনা
ধূলিসাৎ হয়ে যায় বেঁচে থাকার সকল
আয়োজন ।

বাড়ে শুধু ব্যর্থতার মিছিল –
আর বেড়ে চলে মিথ্যা সফলতায় পূর্ণ মানুষের মিছিল ।
এ মিছিল অন্ধকারের – ধর্ষণের – বিকৃত যৌনতার,
এ মিছিল শোষণের – নিষ্ঠুরতার ।
আত্মপ্রবঞ্চনার ইতিহাসে ভরপুর
এ শহর; এ সময়ের ধূলিকণা, বাতাস, মাটি –
আত্মপ্রতারণার ইতিহাসে গড়ে ওঠা এখানকার কংক্রিটের
দেয়াল ।

তবু এ বন্ধ্যা সময়ে
এই শহরের প্রতিটি ইঁটের গাঁথুনিতে
প্রথিত হচ্ছে প্রতিনিয়ত
বঞ্চনার এক নতুন ইতিহাস .. .. ..

সেশন: ২০০৭ - ২০০৮

সাঈদ বিলাস

সেশন: ২০০৭ - ২০০৮