fbpx

বিষয়ে আবদ্ধ আমি

এক থেকে শুরু আর অসীমেতে শেষ
‘অংক’ তে আমি ভালো মোটামুটি বেশ ।।
আরও আছে নিউটন ‘বিজ্ঞানে’ প্রীতি
মোটেই লাগে না ভালো কোন ব্যবসায় নীতি ।।
উদ্ভিদ-প্রাণী মিলে ‘জীববিদ্যা’ হলো
না বুঝে মুখস্ত, প্রতিভাটাই গেলো ।।
হয়েছি বড়, আছে ‘উচ্চতর গণিত’
সংশয় বিজ্ঞান নিয়ে কি হলো হিতে বিপরীত ।।
‘রসায়ন’ তুমি-আমি কি যে অপূর্ব
‘ভূগোল’টা হাতে নিয়ে একসাথে ঘুরবো ।।
বুঝবে কবে ‘সমাজ’ আবেগের মর্ম
প্রেম-ভালবাসা ই যে বড় ‘ধর্ম’ ।।
‘পদার্থ’ নয় সহজ, পুরোপুরি বোঝা
কবে থেকে তোমার জন্য হচ্ছে বর খোঁজা ।।
‘বাংলায়’ স্বাধীন আমি, গর্বে বাঙালি
‘ইংলিশ’ ছেলে, মাথা পুরোটাই খালি ।।
সময়ের মায়াজালে এ কি হল সর্বনাশ
এখন স্পষ্ট অতীত তুমি, শুধুই ‘ইতিহাস’ ।।

আহমেদ সায়মন

সেশন: ২০১১ - ২০১২