fbpx

মন ভালো নেই

সকাল কখন দুপুর হলো,
বিকেল ডুবে সাঁঝের বেলা,
ভাঙ্গলো আসর, ফুরালো সব,
সাঙ্গো হলো মিলন-মেলা ।

তবু তোমার হয়নি সময়
একটি পলক তাকিয়ে দেখার,
অপেক্ষাতে সারাটা দিন,
একলা শুধু আমি বেকার;

এখন আমার মন ভালো নেই,
একলা ঘরে ভীষণ একা
অন্ধকারে মন ভিজে যায়,
কষ্টগুলো যায় না দেখা । কষ্টগুলো আড়াল রাখি,
গভীর গহীন বুকের মাঝে,
মন ভালো নেই, মন ভালো না,
মন লাগে না কোন কাজে ।

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ১৯৯২ - ১৯৯৩

জাহিদা গুলশান

প্রাক্তন শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেশন: ১৯৯২ - ১৯৯৩

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়