fbpx

সমস্যা : একজন পর্বতারোহীর পর্বত থেকে অবরোহনের সময়

একজন পর্বতারোহী সকালে যাত্রা শুরু করে রাতে পর্বত-এর চূড়ায় পৌঁছালো এবং রাতে সেখানে অবস্থান করলো। পরের দিন সে ঠিক একই পথে পর্বতের পাদদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। একসময় ঘড়িতে সময় দেখে সে একটা মজার বিষয় লক্ষ্য করলো। সেটা হলো, গতকাল সে যখন পাহাড়ের চূড়ায় উঠছিলো তখন ঠিক এই সময় ঠিক একই জায়গার কাছাকাছি কোন এক জায়গায় ছিলো।

পর্বতারোহী চূড়ায় উঠার সময় একটি নির্দিষ্ট সময়ে যে জায়গায় ছিলো, নামার সময় ঠিক ঐ সময় সে ঠিক ঐ জায়গাতে থাকবে তার সম্ভাবনা কতটুকু? প্রিয় পাঠক, আপনাকে বলতে হবে সম্ভাবনা কি ৯৯% না কি ৫০% এবং তা কীভাবে?

সমাধান দেখুন