fbpx

একটি কবিতা চাই

জারুল হিজল পলাশের বনে যাই
চুপিসারে খুঁজি গুলবাগিচার দ্বার
আমার একটি মহান কাব্য চাই
ফুলবনে নাকি কবিতার সম্ভার!

কান্না হাসি বা দুষ্টুমি খুনসুঁটি
জীবনের তরে মৃত্যুবাজির ফাঁদ
শরাব কিংবা পোড়া আধখানা রুটি
সকলই কি তবে কাব্যের অনুবাদ?

মুক্তবাজার মুক্ত অর্থপ্রীতি
কোমরেতে গোঁজা মুদ্রাটি হাঁসফাঁস
ইটের ভাটায় জ্বলে পরিবেশ নীতি
কবিতা এখানে ছন্দের পরবাস ।

কোকিলের মতো গলা ভাঙ্গি কুহু ডেকে
আসমানে খুঁজি ফানুসের মত চাঁদ
পাতা ভরি পাতা ছিঁড়ি কল্পনা এঁকে
আমার একটি কবিতার বড় সাধ!

পরিচালক | আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

প্রাক্তন শিক্ষার্থী
সেশন: ১৯৯২ - ১৯৯৩
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

দেলোয়ার হোসেন

প্রাক্তন শিক্ষার্থী সেশন: ১৯৯২ - ১৯৯৩ পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়