একদিন বৃষ্টি হবে
একদিন বৃষ্টি হবে-
তপ্ত মনের জমিনে শ্রাবণগলে বৃষ্টি হবে
মৌন নীলের কামনায় আঁধার চিরে বজ্র হবে
বুকের বাদলে, মেঘের মাদলে, সুখের কমলে,
নগরীর কঙ্কর মরু সিক্ত হবে ।।
একদিন বৃষ্টি হবে-
জ্যোৎস্না বনে অন্তহারা আকাশ হতে বৃষ্টি হবে
শঙ্খশুভ্র মেঘপুঞ্জে জীবনের নতুন পদ্য হবে
নিশীথ আঁধারে, অকূল পাথারে, জীবন সায়রে,
খর্ব প্রাণ গর্ব সুখে তৃপ্ত হবে ।।
একদিন বৃষ্টি হবে-
ঝাউয়ের কাননে বাঁধনহারা ঝঞ্ঝাময় বৃষ্টি হবে
অরা মোহিনীর হারা যৌবন নতুন করে প্রাপ্ত হবে
ঊষার শুরুতে, ব্যথার মরুতে, চন্দ্র নূরেতে,
দুঃখ প্রহসন চির ক্ষান্ত হবে ।।
একদিন বৃষ্টি হবে-
সেশন: ২০১২ - ২০১৩