fbpx

বর্ষার স্মৃতি

ঝুম ঝুম বৃষ্টির সাথে
ভেসেছিলো কদম্ব কলি ।
পিচঢালা রাস্তাতে
ছুটেছিলো বাদলের স্রোতস্বিনী ।
প্রশ্নহীনা এক হাসিতে বদলে দিয়েছিলে
বৃষ্টির অনুভূতি ।
মনে পড়ে সেদিন বৃষ্টিস্নাত সন্ধ্যায়
চলন্ত বাসে দেখেছিলাম তোমায় ।
জানালা দিয়ে উড়ে যাওয়া এলোমেলো চুলে
স্বপ্নের তরী ভিড়িয়েছিলাম ক্ষণিকের তরে ।
মুহূর্তের মাঝে সবকিছু ভেঙে
চলে গেলে অজানা গন্তব্যে ।
তারপর অনেক খুঁজেছি তোমাকে
রাস্তার পাশে, চলন্ত বাসে ।
অনেক দেখেছি বৃষ্টিভেজা সন্ধ্যা
কিন্তু পাইনি সেদিনের অবিরাম স্রোতধারা
আজও নাটোরের বনলতা সেন
আর বিশ্বসেরা মোনালিসাকে ভুলে
মনে পড়ছে শুধু তোমাকে ।

জুনায়েদ সাকিব

সেশন: ২০১৪ - ২০১৫