fbpx

বিদায় প্রিয় ঘুম …

আজ রাতে ঘুমাবো না,
বেলকনির চেয়ারটাতে বসে থাকবো
মাঝে মাঝে দাঁড়িয়ে থাকবো,
কিংবা করিডোরে পায়চারি দেবো ।

আজ রাতে ঘুমাবোনা,
শুধু চোখ বুজে থেমে যাব,
থেমে যাবো মেঘের ওপারেতে বন্ধক রাখা স্মৃতিগুলোতে
কিংবা অন্তঃসারশূন্য স্বপ্নধুলোতে ।

আজ রাতে কিছুতেই ঘুমাবো না
বৃষ্টিভেজা ঝড় এসেছে বলে,
বহুদিন পরে নগরীর কুৎসিত কাকগুলো ভিজতে চেয়েছে বলে,
আবারো ফুটপাতের ধুলোগুলো কাদাপানি হয়েছে বলে ।

আজ রাতে আমার ঘুম হবে না,
তোমার কথা কানে বাজবে বলে
ভাবতে থাকা স্মৃতিগুলো চলতে চলতে থেমে যাবে বলে,
কিংবা ঘুমিয়ে গেলে ডানা ঝাপটে দুঃস্বপ্ন ফিরবে বলে ।

কিছুতেই ঘুম হবে না
এই রাতটা মিস্‌ করে যাব বলে,
নোংরা শহর পরিষ্কার হতে চাইছে বলে
কিংবা অন্তর বানে ভেসে যাচ্ছি বলে ।

সাকিব ইবনে সালাম

সেশন - ২০১১ - ২০১২