আমি একটি কবিতা লিখতে চাই
বর্ণিল আলোর এ শহরের গল্প,
স্বপ্নময় পথের ভ্রমনের গান,
ছুটে চলা জীবনের রাঙানো ছবি,
আর অদেখা অজানা অচেনা সব মানুষে
সাজানো থাকবে তার প্রতিটি লাইন।
ফেলে আসা জনাকীর্ণ শহরের স্মৃতি,
ভুলতে না পারা কিছু অস্পষ্ট কন্ঠ,
প্রিয়মুখে ভরা সেই ব্যস্ত হলগেইট,
স্বপ্নময় গল্পবাজ নিয়নবাতির রাস্তাঘাট,
আর কিছু অব্যক্ত কষ্টের ছোঁয়ায়
লেখা থাকবে আমার কবিতার শিরোনাম।
সেশনঃঃ ২০০৮-২০০৯
- This author does not have any more posts.