fbpx

হুংকার

বন্ধ হয়েছে আদল
অভাবে,
সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা,
অন্যায় গুলো সংক্রামক ব্যধির ন্যায়
ছড়িয়ে পড়েছে চতুর্দিকে।
রন্ধ্রে-রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে
কলুষিত হয়েছে দুর্বল।।
বড়ই দুর্বিষহে পড়েছি মোরা
মার্জিত, বেশ-ভূষা আচরণ, চালচলন
বন্ধ হয়েছে সব।
প্রকাশ করেছে সৌন্দর্য
নার্সারির প্রদর্শনীর মতো
এই শালীনতা পূর্ণ সমাজ
রুচি সম্মত সুখি শান্তি খোঁজে।
অশ্লীলতা উত্তেজিত করে
কুৎসিত কামনাকে
ধ্বংস করে সফলতাকে
অজ্ঞতার বর্ণ মিলেছে
শালীনতা আর আদলে।
চুক্তি ভঙ্গ করে
ধ্বংস করে সুন্দর নগরী
সুবহে-সাদিকের সময় চারিদিকে
কান্নায় ভেঙে পড়ে
প্রভাত উষার মতো লালে লাল হয়ে যায়
সেই নগরী।
এ কোন দুঃস্বপ্নের বেড়াজালে
পড়েছি মোরা
মানবতা লঙ্ঘন
বিষাদে ডালপালা ভরে আছে চারিদিক
পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণে।
নেই কি?
এর কোন প্রতিকার
নতুন করে হুংকার দিয়ে
জেগে ওঠার।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৮ - ২০১৯

মো: জুয়েল রানা

সেশনঃ ২০১৮ - ২০১৯

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.