জুন ২০, ২০২৫

বিজ্ঞান অনুষদের ডিন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ১৬ জানুয়ারি ২০১৯, বুধবার বিজ্ঞান অনুষদের ডিন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ২০১৫, ২০১৬, ২০১৭ সালের বিএস (সম্মান) পরীক্ষার কৃতিত্বপূর্ণ ফলাফলের ভিত্তিতে ৩৭ জন মেধাবী শিক্ষার্থী, গবেষণা ও বই লেখার ভিত্তিতে ৫ জন শিক্ষককে ডিন সম্মাননা প্রদান করা হয়। বিজ্ঞান অনুষদে সর্বোচ্চ সিজিপিএ (৩.৯৯) অর্জন করেন পরিসংখ্যান বিভাগের বিকাশ পাল। পরিসংখ্যান বিভাগ থেকে ডিন সম্মাননা প্রাপ্তরা হলেনঃ

২০১৫ শিক্ষাবর্ষে-

  • তাসমিয়াহ সাদ সুতপা

২০১৬ শিক্ষাবর্ষে-

  • উম্মে নাইমা ইসলাম
  • নাইত কানন
  • আহসান রহমান জামী

২০১৭ শিক্ষাবর্ষে-

  • বিকাশ পাল
  • মোঃ আজহারুল ইসলাম রায়হান
  • মাহফুজা হক মাহি
  • জান্নাতুল ফেরদৌস
  • মারিয়া
  • রুমানা আক্তার
  • সাবরিনা সুলতানা

রামিসা মোর্শেদ অনাদি
সেশন ২০১৮ – ২০১৯
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp