আমি থাকবো তোমাদেরই মাঝে
আমি থাকবো তোমাদেরই মাঝে
হাসবো তোমাদেরই সাথে,
আর যখন অশ্রু ঝরাবে
অশ্রু সজল চোখে রব তোমাদেরই পাশে!
আবার যখন দূরে ঠেলে দিবে–
রব দূর থেকে তাকিয়ে।
আবার যেদিন আসবে ফিরে
আমার দুহাত তোমার দিকে দিব বাড়িয়ে।
যখন আমার হৃদয় চূর্ণবিচূর্ণ করে
হঠাৎ ঝড়ের মত ফিরে এসে,
দু হাত জোর করে ক্ষমা চাইবে
তখনও আমি মিষ্টি হেসে–
আবার নেব কাছে টেনে !
বদলে যতই যাবে তোমরা
আমি রয়ে যাব সেই আমি চিরচেনা!
ঠিক সেই আমি,
অন্ধকারের আমি;
অশ্রুভেজা আমি;
শান্ত আমি, অবুঝ আমি, আমার আমি!
কমেন্ট করুন
সেশন: ২০১৪-১৫