fbpx

তুমি কে?

তুমি কে?
কী বিস্ময়কর তুমি!
চায়ের আড্ডায় তুমি,গানের আড্ডায় তুমি
প্রাণে তুমি, মরমে তুমি।
আসলেই, কে তুমি?
যোগাসনে তুমি, ধ্যানেও তুমি।
তুমিই গ্রাস করেছ আমায়।
তুমি কে!?

রুণুঝুণু নূপুরের নিক্বণে তুমি,
আটপৌরে শাড়ি আর এলো-চুলে তুমি
ভোরের শিশিরে তুমি
ঝলমলে রোদ্দুর, শান্ত বিকালেও তুমি।
কে তুমি? তুমিই গ্রাস করেছ আমায়।

সোনাঝরা বিকেলে, গোধূলি লগনে
সবখানেই তুমি।
কে তুমি? বলতে পারবে? তুমিই গ্রাস করেছ আমায়
মিষ্টি হাসিতে তুমি, ষোড়শী মেয়ের চাহনিতে তুমি
তুমি চপলা মেয়ের জলতরঙ্গ হাঁটাতে।

তুমি কে?
মন খারাপে তুমি, ভালো লাগাতে তুমি
সবই তুমি।
তুমি কে?
আমি কখনো একা হতে পারি না,
তুমিই গ্রাস করেছ আমায়।

কবিতার মঞ্চে তুমি, উত্তাল স্লোগানে তুমি
তুমি মিষ্টি বকুল ফুলের গন্ধে।
কে তুমি?? তুমিই গ্রাস করেছ আমায়।

প্রিয় ফুলে তুমি, প্রিয় রঙে তুমি
তুমি নিকষ কালো অন্ধকারে দীপ্তিময় রশ্মি।
কে তুমি? তুমিই গ্রাস করেছ আমায়।

কাশফুলের নরম তরঙ্গে তুমি।
নদীর ওপারে টিমটিম আলো তুমি।
ঠোঁটের কোণে মায়া হাসিতেও তুমি।
টোল পড়া মিষ্টি হাসিতেও তুমি।

কে তুই? তুই আমাকে গ্রাস করেছিস
তুই প্রেম বিহীন অবৈধ চুম্বনে
প্রেম-অপ্রেমের চিত্রায়নটুকুও তুই।
ঝুম বৃষ্টিতে বিরহকাতর দিনে তানপুরায় তোলা সুরে তুই
বাউল মন একতারাতে তোলা বিরহের গানে তুই।

কে তুই? তুইই আমাকে গ্রাস করেছিস|।
ঘুমহীন রাতের শরীরে তুই, তুই বিষাদহীন ক্লান্তিতে
ঘুম ঘরে উঠেই তুই, স্বপনে তুই, শয়নে তুই।
আমি কখনো একা হতে পারি না।
কে তুই?
খুব জানতে ইচ্ছে করে!

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ২০১১-২০১২

ওয়াছেকুর রহমান

সেশন: ২০১১-২০১২