fbpx

শ্রেষ্ঠ

অথচ তুমি নিষিদ্ধ বলেই সুন্দর, শ্রেষ্ঠ।
তোমাতে যদি এক ফোঁটাও মেঘ থাকে
তবে তা উড়িয়ে দিও।
ভেবে নিও, সে মেঘও তোমার শ্রেষ্ঠত্বে ভাগ বসিয়েছিল।
তাহলে কেন আটকে রাখবে তাকে?

গর্ব করো সাদার মধ্যে একটু কাল মেঘের।
তুমি তাকে অস্বীকার করলে
অকৃতজ্ঞতার খবর ছড়াবে সবখানে
তাই, স্বীকার করো তোমার মেঘ সুন্দর,
তোমার অকৃতজ্ঞতার ভয় সুন্দর,
স্বীকার করো তুমি সুন্দর, তুমিই শ্রেষ্ঠ।

কেন তুমি দাবানলে পুড়ে ছাঁই হবে?
তুমি তো নিজেই দাবানল হয়ে জ্বালিয়ে দিতে পারো দেবালয়!
জলোচ্ছ্বাসের মতো হুংকারে গুড়িয়ে দিতে পারো সভ্যতা!
তাতে থাকবে না সংশয় অথবা মৃত্যুর ভ্রুকুটি।

মানুষ চেনা একালের সবচেয়ে কঠিন কাজ,
এ রাস্তায় হাঁটলে ঈশ্বরও মুখে রামনাম করবে।
তুমি ঐ রাস্তা ধরেই হাঁটো।
ভাবো তুমি সুন্দর, কারণ-
তুমি নিষিদ্ধ আর…
তাই তুমিই শ্রেষ্ঠ।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৫ - ২০১৬

হিমাদ্রি বাপন

সেশনঃ ২০১৫ - ২০১৬

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়