fbpx

অক্টোবর ১৬, ২০২৪

স্বপ্নের মৃত্যু নাই

স্বপ্ন বুনি, গান লিখে যাই,
স্বপ্নের দাম জীবনে মেটাই।
চলতি পথে মনের শখে,
অন্যকেও স্বপ্ন দেখাই।
স্বপ্ন পেয়েও সুখ কি পাই?
স্বপ্নের দামে সুখ বিলাই।

হায়! সুখ মোর আপন জনের,
জীবনের দামে বিকিয়ে বেড়াই।
এ জীবন মোর হাতে নিয়ে
স্বপ্নের পথে এগিয়ে যাই।

হাসিমুখে স্বপ্নবরণ করি,
ন্যায়কে ভালবেসে মরি ।
হায়েনায় ভরা জীবন্ত উদ্যানে
আলোকিত জীবন হওয়াও দায়।

স্বাধীনতা মোর শিরোধার্য,
মাথা নোয়াবার নই।
এজন্যই প্রাণের সমুদ্রে মোর –
হিংস্র ঢেউয়ের শিকার হই।

ঢেউয়ের গর্জনের বিরুদ্ধে দাঁড়িয়ে
নীরব জাতি উঠছে বলে-
হোক প্রতিবাদ – মনে মনে।
দেশপ্রেম আজ থাকনা শুধু মনের কোণে ।

পিতার কাঁধে যখন দেশের স্বপ্নের ভার
সইবে কী করে ভাই?
দেশের জন্য জেগে ওঠো – স্বপ্ন দেখো।
মনে রেখো – স্বপ্নের মৃত্যু নাই ।

সুপ্তি
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ২০১৭-১৮