fbpx

জানানা কথন

আমি যেতে চাই

মেঠোপথ গ্রাম,

দিগন্তজোড়া সবুজ শস্যক্ষেতের পরে মিঠানদীর জলকন্যা হব।

আমি যেতে চাই

দূর পারাবার ,

যেখানে উত্তাল ফেনিল ঢেউয়ের নোনতা স্পর্শ পাবো।

আমি যেতে চাই

হিমাদ্রীর উচ্চতায়,

যেখানে শুভ্র তুষার মাড়িয়ে বিজয়ীর বেশে দাঁড়াতে পারবো।

আমি যেতে চাই

শাশ্বত নির্ঝরে,

যেখানে উন্মত্ত জলধারার দীক্ষা নিয়ে বাধার বিরুদ্ধে এগিয়ে যাবো।

আমি যেতে চাই

উদ্যানের মরুপ্রান্তে,

যেখানে তপ্ত বালু আর প্রখর রবিকরে নিজেকে শুদ্ধ করবো।

আমি যেতে চাই

গহীনের বনে,

যেখানে সমাজের বিকৃত পশুত্ব থেকে দূরে শুধু প্রকৃতির হব।

আমি জয় করতে চাই শহর, বন্দর, দেশ, বিদেশ,পাতাল থেকে অন্তরীক্ষ।

           না, আমি কোথাও যাবো না।

          বড্ড ভয় হয়, আমি ঘরেও একা থাকবো না।

        এই পৃথিবীতে আমার অস্তিত্ব আজ বিলীন হয়ে যাক।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ২০১৭-১৮

আশরাফুন জান্নাত সুপ্তি

সেশন: ২০১৭-১৮