fbpx

দূরত্বের এপারে

রোজ ভোরবেলা তোমার বাগান থেকে
একটি গোলাপ, জুঁই বা দোলন চাঁপা
ছবি হয়ে আসে আমার মুঠোর ফোনে,
নীরবে জানায় ভালোবাসা অনুক্ষণ —
মায়াময় লাগে স্নিগ্ধ ভোরের আলো
অপলক দেখি আকাশে রঙ্গীন আভা
তোমার মুখটা ভেসে ওঠে বুঝি মেঘে
বহুদূরে তবু একান্ত প্রিয়জন।

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ১৯৯২ - ১৯৯৩

জাহিদা গুলশান

প্রাক্তন শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেশন: ১৯৯২ - ১৯৯৩