fbpx

পথহারা পথিক

কবিদের মাঝখানে আজ আমি
পথ-হারা এক পথিক।
বিরক্তির তিক্ততায় হারিয়েছি আমি
চারিদিকে ভাসছে ফুল, মুকুল ও কুঁড়ি।
অন্যদিকে লাবণ্য, অবনী!
এ কেমন ধাঁধা!
এ কেমন মায়ায় হারিয়েছি আমি!
ছোট্ট কুটিরে ভাবে এই মন
কী হবে আমার এখন?
বিষণ্ণ বেদনা গ্রাস করে মোরে
ঠিক তখন শুনি নূতন কবির আগমন;
তারই পদচারণায় মুখরিত আমার প্রাঙ্গণ।
ভাবি নিরালায় তবে কি হবে মোর ঠাঁই?
সাধুকে বলি “ ওহে সাধু, নিয়ে যাও মোরে।”
সাধু বলে, “আমি এক পথহারা পথিক
কেমনে নিয়ে যাই বাপু তোমায়?
খুঁজি মোর আপন ঠিকানা
নাম না জানা কবিদের সমারোহে। “

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং | তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ২০১১-১২

মো: ইউসুফ

সেশন: ২০১১-১২

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়