পথহারা পথিক
কবিদের মাঝখানে আজ আমি
পথ-হারা এক পথিক।
বিরক্তির তিক্ততায় হারিয়েছি আমি
চারিদিকে ভাসছে ফুল, মুকুল ও কুঁড়ি।
অন্যদিকে লাবণ্য, অবনী!
এ কেমন ধাঁধা!
এ কেমন মায়ায় হারিয়েছি আমি!
ছোট্ট কুটিরে ভাবে এই মন
কী হবে আমার এখন?
বিষণ্ণ বেদনা গ্রাস করে মোরে
ঠিক তখন শুনি নূতন কবির আগমন;
তারই পদচারণায় মুখরিত আমার প্রাঙ্গণ।
ভাবি নিরালায় তবে কি হবে মোর ঠাঁই?
সাধুকে বলি “ ওহে সাধু, নিয়ে যাও মোরে।”
সাধু বলে, “আমি এক পথহারা পথিক
কেমনে নিয়ে যাই বাপু তোমায়?
খুঁজি মোর আপন ঠিকানা
নাম না জানা কবিদের সমারোহে। “
সেশন: ২০১১-১২