fbpx

আকুতি

রাতগুলো কেমন
নিঃশব্দ যেমন
দখিনা বাতাস
জানালার ওপাশ।

জোনাকির আলো
জেগে থাকা ভালো।
অমলিন স্মৃতি
ব্যথার পরিমিতি।

ক্লান্ত চোখ
নির্মল অনুযোগ-
হঠাৎ দেখা
একাকী একা।

ভাবনার দেয়াল
মনের খেয়াল।
মিষ্টি কল্পনা
অসম্ভব আলপনা।

কিঞ্চিৎ সম্ভাবনা
বন্ধুত্বের বনিবনা।
শঙ্কাহীন সমাজ
প্রয়োজন আজ।

অশান্ত সময়
জীবন মোহময়।
তাড়িত আবেগ
নিভৃত বিবেক।

অবেলার আকুতি
সুস্থ প্রকৃতি।
অভিশাপের মূর্ছনা
অমৃত প্রার্থনা।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ২০১৭-১৮

আশরাফুন জান্নাত সুপ্তি

সেশন: ২০১৭-১৮

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়