আকুতি
রাতগুলো কেমন
নিঃশব্দ যেমন
দখিনা বাতাস
জানালার ওপাশ।
জোনাকির আলো
জেগে থাকা ভালো।
অমলিন স্মৃতি
ব্যথার পরিমিতি।
ক্লান্ত চোখ
নির্মল অনুযোগ-
হঠাৎ দেখা
একাকী একা।
ভাবনার দেয়াল
মনের খেয়াল।
মিষ্টি কল্পনা
অসম্ভব আলপনা।
কিঞ্চিৎ সম্ভাবনা
বন্ধুত্বের বনিবনা।
শঙ্কাহীন সমাজ
প্রয়োজন আজ।
অশান্ত সময়
জীবন মোহময়।
তাড়িত আবেগ
নিভৃত বিবেক।
অবেলার আকুতি
সুস্থ প্রকৃতি।
অভিশাপের মূর্ছনা
অমৃত প্রার্থনা।
সেশন: ২০১৭-১৮