fbpx

তুই

আমি বৃষ্টি দিয়ে চোখের পাতা ধুই

আমার চোখের পানি কিনবি তুই?

চাস যদি তুই, কাজল বেচবো আমি

চোখের জলের চেয়েও সেটা দামি

তোর কাজলে দেখবো সুখের হাসি

ওতেই ডুবি ওতেই যেন ভাসি

তোর মায়াতে আমার নামে রাত

তোর আলোতে জোছনা  কুপোকাত

তোর স্বপনে আমার জাগরণ

তোর ইশারায় আমার যে মরণ

তুই ডাকলে দেখবো আমি ভোর

তোর বাগানের আমি হবো চোর

ফুলের সাথে করবো তোকেও চুরি

আমার সাথে বাঁধবি জীবন জুড়ি?

পরিচালক | আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

প্রাক্তন শিক্ষার্থী
সেশন: ১৯৯২ - ১৯৯৩
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

দেলোয়ার হোসেন

প্রাক্তন শিক্ষার্থী সেশন: ১৯৯২ - ১৯৯৩ পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়