তুই
আমি বৃষ্টি দিয়ে চোখের পাতা ধুই
আমার চোখের পানি কিনবি তুই?
চাস যদি তুই, কাজল বেচবো আমি
চোখের জলের চেয়েও সেটা দামি
তোর কাজলে দেখবো সুখের হাসি
ওতেই ডুবি ওতেই যেন ভাসি
তোর মায়াতে আমার নামে রাত
তোর আলোতে জোছনা কুপোকাত
তোর স্বপনে আমার জাগরণ
তোর ইশারায় আমার যে মরণ
তুই ডাকলে দেখবো আমি ভোর
তোর বাগানের আমি হবো চোর
ফুলের সাথে করবো তোকেও চুরি
আমার সাথে বাঁধবি জীবন জুড়ি?
প্রাক্তন শিক্ষার্থী
সেশন: ১৯৯২ - ১৯৯৩
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়