মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ কতৃক আয়োজিত হচ্ছে বিশেষ রচনা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিজয়ী রচনাগুলো প্যাপাইরাসে প্রকাশ করা হবে। প্রতিযোগিতা বিষয়ক বিজ্ঞপ্তি দেখার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করা হলো।
মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ কতৃক আয়োজিত হচ্ছে বিশেষ রচনা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিজয়ী রচনাগুলো প্যাপাইরাসে প্রকাশ করা হবে। প্রতিযোগিতা বিষয়ক বিজ্ঞপ্তি দেখার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করা হলো।
আমরা পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী – বর্তমান ও প্রাক্তন। পরিসংখ্যান বিভাগকে আমরা আমাদের পরিবার হিসেবেই জানি। আর ‘প্যাপাইরাস’ হচ্ছে সেই পরিবারের সুখ-দুঃখের আলাপন। এখানে আমরা আমাদের আবেগ, মুক্তচিন্তা, জ্ঞান, শিক্ষা, অনুপ্রেরণা, গবেষণা, বিশ্লেষণ, মতামত প্রভৃতি নিয়ে আলাপ আলোচনায় মেতে থাকি – কখনো পরিসংখ্যান বিষয়ে, কখনো বা নিরেট সাহিত্যে। কোন বিশেষ ধারণাপুষ্ট বা নীতি-আদর্শের বশবর্তী হয়ে উদ্দেশ্যপ্রণোদিত আলাপন এখানে নিষিদ্ধ।