fbpx

তিন টুকরো কষ্ট

১.
জীবনে সব পূর্ণিমা কি দেখা হয় ?
তাই বলে কি চাঁদ উঠবে না ?
নাইবা তাকে দেখলে মুগ্ধ চোখে
তাই বলে কি ফুল ফুটবে না ?

২.
দেখতে পারো একটু বৃষ্টি ছুঁয়ে
কত কান্নার বেদনা রয়েছে মিশে
কেউ জানেনি, জানবে না কোনওদিন
কার মুখখানি নীল হয় কোন্ বিষে !

৩.
যাকে খুশি তুমি দিতে পারো ঐ মন
মনের দামটি চেয়ো না কিন্তু ভুলে
প্রেমের মূল্যে যদি তুমি চাও সুখ
প্রেমিক ভ্রমরা ভরাবে তোমায় হুলে !

পরিচালক | আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

প্রাক্তন শিক্ষার্থী
সেশন: ১৯৯২ - ১৯৯৩
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

দেলোয়ার হোসেন

প্রাক্তন শিক্ষার্থী সেশন: ১৯৯২ - ১৯৯৩ পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়