অপেক্ষা
জানি তোমার আজ সময় হবে না
শরতের শেষ বাতাসটুকু আলতো করে
পেলব পরশ বুলিয়ে শিউলির তনু থেকে
খানিক জাফরান রঙ নিয়ে নীরবে চলে যাবে…
তোমার দেখার সময়টুকু আজ হবে না
অজানা গল্পের বিয়োগান্তক যবনিকায়
গভীর বেদনাভরা দীর্ঘশ্বাসটুকু বেরিয়ে
কার বুকখানি কেঁপে উঠলো বারবার…
জানার সময় হবে না তোমার আজ
নাগরিক জীবনের সময়-চক্রের প্রান্তিকে
ছুটি-অছুটির মধুর খুনসুঁটিতে
বড় ব্যস্ত তুমি আজ…
তোমার আজ সময় হবে না, জানি।
কমেন্ট করুন
প্রাক্তন শিক্ষার্থী
সেশন: ১৯৯২ - ১৯৯৩
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়