fbpx
বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

অকৃতজ্ঞতা

কায়া
বিদিশার কালো রাত্রি কহে কুহেলিকাকে
তোমাকে নিয়ে করেছি যে মাতম,
তাহা ছিল সবই মিছে।
ছিল কেবল নিজেকে সিক্ত করার নিমিত্তে।
নিয়েছিনু তোমা হতে একফোঁটা অনু,
দিয়েছিনু সঙ্গ আর পুষ্পরেণু।
নয় কি ঢের বেশি তোমার প্রাপ্তি থেকে।
এখন আমি আছি জাগি সোনালী রদ্রুরের তরে,
যেথা বিহগের কুহুতানে অংশু উঠবে জাগি ভোরে।
কুহেলিকা হাসিয়া কহে রাত্রিকে,
ওরে বোকা আমাকে করিতে বিনাশ
আনিলে আঘাত নিজের অস্তিত্বে।

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়