পরিসংখ্যান বিভাগের ফ্যাকাল্টিতে নতুন মুখ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন উম্মে নাইমা ইসলাম ও বিকাশ পাল।
উম্মে নাইমা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১৬ সালে বিএস (সম্মান) এবং ২০১৭ সালে এমএস সম্পন্ন করেন।
বিকাশ পাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১৭ সালে বিএস (সম্মান) এবং ২০১৮ সালে এমএস সম্পন্ন করেন।