গুড়ু গুড়ু ডাকে,মৃদু মৃদু কড়
বাতাসেরি তোড়ে নামিছে ঝড়।
ঝিরিঝিরি সুরে নামিছে ধারা,
পথিক যে আজ পথটি হারা।
ছাতা উড়ি উড়ি প্রবল বাতাসে,
কোথা গিয়ে দাড়ি ভাবিছে তাই
দূরে ঝলকানি বজ্রপাত
তপ্তকিরণ নিপাত যাক।।
গাছগুলি আজ আত্মহারা
নাচিয়ে উঠিছে পবনের ধারা।
দূরে ছাদে কোনো রমনী আজ
নিভৃতে ভিজিছে মনের তাজ।
কেউবা আজ জানালা দিয়ে,
বুনিছে মনের সাগরে গিয়ে।
ভিজে একাকার মেয়েটি আজ
প্রকৃতি সেজেছে অপরূপ সাজ!
এভাবে প্রতিটি বর্ষণ দিন
হয়ে থাকুক অমলিন।।
- কৃতি বাঁধনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%a8/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- কৃতি বাঁধনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%a8/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৪