যদি বল বলতে একটা কল্পনা
মনের মাঝে আঁকা শুরু করি আল্পনা।
কল্পনায় দেখি, আকাশে অনেক তারা
মিটিমিটি জ্বলছে যারা।
নেই সংশয় যাদের পথ হারাবার
হৃদয়ে আনে প্রশান্তি আমার,
আপন মনে জ্বলছে যারা
যাদের আলোয় আলোকিত এই ধরা।
দেখছি আমি, ভাবছি একা আধারে বসে
সৃষ্টির মায়ায় মায়াবী মুহূর্তে দিন শেষে,
যদি হত কল্পনা গুলো সত্য একটিবার
মুহূর্তে বিলীন হত সব কষ্ট আমার।
- This author does not have any more posts.