fbpx

অব্যক্ত

সদ্য ফোটা লাল গোলাপ যেন অভিমানী মন
মেনে নেয় নিয়তি, সম্পর্ক যেখানে যেমন।
গুল্মের কাঁটা যেন সতর্ক হাসিমুখ
বাঁচিয়ে রাখে ভেতরে পুষে রাখা সুখ-দুখ।
বাস্তবতা আরোপিত বেড়াজাল সীমানার,
অতি যত্নে বোনা কোনো আবেশের কাঁটাতার।
মায়াময় অব্যক্ত সরল এক দ্বিধা-প্রণয়,
স্পষ্টবাদী মনের বিপরীতে অযাচিত বিজয়।
চেতনায় উদ্বেলিত ক্লান্ত পথিকের আর্তনাদ
সম্রাজ্ঞীর বেশে প্রস্থানেই কেন চিত্ত অবসাদ!

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ২০১৭-১৮

আশরাফুন জান্নাত সুপ্তি

সেশন: ২০১৭-১৮

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়