তৃতীয় নেত্র
দিক দিগন্তে বুলিয়ে আঁখি,
খুঁজে বেড়াই মানুষ, আমি মানুষ নামে ডাকি
পেয়েছি কিছু দুপায়ে হিন, মানুষ রুপে পশু
শুনেছি তারাও মানুষ ছিলো, ছিলো যখন শিশু।
আমি তো তাদের অশুর ডেকেছি
নেমেছে তাদের বোধে
তারা চায়বে আমার দুচোখে পট্টি পড়াতে
শিকলে বাধিতে, ডুবাতে আমায় নদে।
আমিতো বলি, ওরে হায়েনা খেয়েছিস এতো লুটে
তোদের কপালে আঁকিব শনি
আঁকিব জখম,
করিবো নিধন
তোদের চেহারা নগ্ন করিব, পিশিব তোদের বেটে।
তোদের যেসব সাংগপাংগ এখনো পা চাঁটে
বলছি তারা দোযখ দেখিবে
খোয়াবে দেখিবে
দেখিবে তারা হাবিয়া উনুনে
তোদের মাংস ফুটে।